Views Bangladesh Logo

ধানমন্ডিতে কে বা কারা বিড়ালের চোখ উপড়ে ফেলে দিচ্ছে, তদন্তে নেমেছে পুলিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

মানুষের নিষ্ঠুরতা যেন আর কোনো সীমা মানছে না। রাজধানীর ধানমন্ডিতে ঘটেছে এমন এক নির্মম ঘটনা, যা হৃদয় কাঁপিয়ে দিয়েছে প্রাণপ্রেমীদেরও। সম্প্রতি তাকওয়া জামে মসজিদের আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে চারটি বিড়াল—যাদের দুই চোখ উপড়ে ফেলে অন্ধ করে ফেলে রাখা হয়।

এ ঘটনায় ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সারাহ ফাতিমা নামে এক নারী। তিনি অভিযোগে জানান, গত কয়েক দিন ধরে ধানমন্ডি ১২/এ এলাকার তাকওয়া মসজিদের আশপাশে অজ্ঞাত এক বা একাধিক ব্যক্তি ধারাবাহিকভাবে বিড়ালদের চোখ উপড়ে বিকলাঙ্গ অবস্থায় ফেলে যাচ্ছে। চার দিনে চারটি বিড়ালকে চোখবিহীন অবস্থায় পাওয়া গেছে। তার ভাষায়, ‘এটি স্পষ্টতই কোনো মানসিক বিকারগ্রস্ত সিরিয়াল অপরাধীর কাজ, যে উদ্দেশ্যমূলকভাবে নিরীহ প্রাণীদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে।’

অভিযোগটি ধানমন্ডি থানার পাশাপাশি পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা জেলার ডিসি ও পুলিশ সদর দফতরের আইজির কাছেও পাঠানো হয়েছে। বিষয়টি আমলে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল ধানমন্ডি-১২ এলাকায় তাকওয়া মসজিদের আশপাশ থেকে উদ্ধার করা বিড়ালগুলোকে চিকিৎসা দেয়া হচ্ছে। কে বা কারা এমন নিষ্ঠুর কাজের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাণী অধিকারকর্মীরা বলছেন, এ ধরনের নির্মমতা শুধু প্রাণীর প্রতি নয়, এটি সমাজের মানবিক মূল্যবোধের প্রতিও আঘাত। এমন বিকৃত মানসিকতার মানুষ ভবিষ্যতে মানুষের প্রতিও সহিংস আচরণে জড়িয়ে পড়তে পারে।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অসংখ্য মানুষ ক্ষোভ প্রকাশ করে দায়ীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি তুলেছেন। কেউ কেউ লিখেছেন— ‘যে চোখ উপড়ে ফেলতে পারে, সে একদিন ভালোবাসার আলোও নিভিয়ে দিতে পারে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ