Views Bangladesh Logo

বেরোবির শিক্ষক গ্রেপ্তারে চাঞ্চল্য: ওসির বদলি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে স্থানীয় এক দোকানির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারের জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে হাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আল মামুন শাহকে বদলি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ জুন) বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাহমুদুল হককে গ্রেপ্তার করে পুলিশ। রংপুর শহরে ‘জুলাই আন্দোলন’ চলাকালে পুলিশের ধাওয়ার মুখে পড়েন মুদির দোকানদার ছমেস উদ্দিন। পরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনার সূত্র ধরে মাহমুদুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মাহমুদুল হকের গ্রেপ্তারের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তারা অভিযোগ করেন, এ গ্রেপ্তার অন্যায় এবং গণতান্ত্রিক অধিকার হরণের অংশ। শিক্ষার্থীরা মাহমুদুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি নাগরিক সমাজ, বিশিষ্টজন, বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মীরা যৌথ বিবৃতিতে এ গ্রেপ্তারের নিন্দা জানান এবং দ্রুত মুক্তির দাবি তোলেন।

এই প্রতিবাদের মধ্যেই রংপুর মেট্রোপলিটন পুলিশ ওসি আবদুল আল মামুন শাহকে বদলির সিদ্ধান্ত জানায়। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, মামুনকে ডিটেকটিভ ব্রাঞ্চে (ডিবি) বদলি করা হয়েছে এবং ডিবিরই পরিদর্শক রাজীবুল ইসলামকে হাজীরহাট থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে কমিশনার মজিদ আলী দাবি করেন, এটি পুলিশের রুটিন কার্যক্রমের অংশ, সাম্প্রতিক বিক্ষোভ বা গ্রেপ্তারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এদিকে, মাহমুদুল হকের জামিন শুনানি আজ (রবিবার) বিকেলে রংপুর আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন—“মাহমুদুল হকের মুক্তি চাই”, “গণতান্ত্রিক অধিকার হরণ চলবে না”, “জুলাই আন্দোলন নিয়ে মামলার বানিজ্য বন্ধ করো।”

ঘটনাটি একাডেমিক মহল ও নাগরিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং বিচার ও ন্যায়ের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ