বিমান দুর্ঘটনায় ব্রিটিশ মন্ত্রীর গভীর শোক
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে প্রাণ হারান বহু শিক্ষার্থীসহ ২৭ জন। আহত হন আরও শতাধিক।
মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ক্যাথরিন ওয়েস্ট বলেন, ‘বাংলাদেশে বিমান দুর্ঘটনায় শিশুদের প্রাণহানির খবরে আমি অত্যন্ত ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
বিমান দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায় মাইলস্টোন স্কুলের ভবনে। শিক্ষার্থীরা তখন শ্রেণিকক্ষে থাকায় হতাহতের সংখ্যা বাড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দেয়।
আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। বিমান বাহিনীর হেলিকপ্টারে তাদের দ্রুত হাসপাতালে নেয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে