Views Bangladesh Logo

কলকাতায় বাংলাদেশের প্রেস সচিব তারিক চয়নের প্রশংসা করলেন ব্রিটিশ মিশন প্রধান

লকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার (পূর্ব ও উত্তর-পূর্ব ভারত) ড. অ্যান্ড্রু ফ্লেমিং বাংলাদেশের কূটনীতিক তারিক চয়নের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে কর্মরত তারিক চয়ন শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য প্রচারে অত্যন্ত সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা রাখছেন।

শুক্রবার কলকাতায় পি অ্যান্ড সি গ্রুপের সঙ্গে যৌথভাবে আয়োজিত কেএসসিএইচ ক্যালেন্ডারের বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ফ্লেমিং এ মন্তব্য করেন।

অনুষ্ঠানটি ছিল ‘বিশেষ কলকাতা সংস্কৃতি ও ঐতিহ্য সংস্করণ’কে কেন্দ্র করে, যেখানে শহরের কালজয়ী স্থাপত্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, এই ক্যালেন্ডারটি কলকাতার ঐতিহ্যবাহী স্থাপত্য, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং শহরকে অনন্য করে তোলা গল্পগুলোর প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। শিল্প, ঐতিহ্য ও কমনীয়তার মাধ্যমে কলকাতাকে উদযাপন করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের একজন বন্ধু হিসেবে তারিক চয়নের কথা উল্লেখ করে ড. ফ্লেমিং বলেন, দিল্লিতে তার সহকর্মীরা যেমন সক্রিয়ভাবে কাজ করছেন, তেমনি কলকাতায়ও তারিক শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ