Views Bangladesh Logo

জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না ব্রাজিল–আর্জেন্টিনার ক্লাব ম্যাচ

সাংবাদিক লাঞ্ছনা, শর্তভঙ্গ ও সামগ্রিক অব্যবস্থাপনার কারণে লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব অনূর্ধ্ব–২০ দলের মধ্যকার ম্যাচটি স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের সাও বার্নার্দো ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দল মুখোমুখি হওয়ার কথা ছিল।

আজ এক চিঠিতে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের নির্দেশ দেন ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন।

চিঠিতে উল্লেখ করা হয়, এএফবি লাতিন বাংলা সুপার কাপ–২০২৫ আয়োজনে ৫, ৮ ও ১১ ডিসেম্বর শর্তসাপেক্ষে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল। শর্ত অনুযায়ী প্রতিটি ম্যাচ শুরুর আগে টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব জমা দেওয়া এবং মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে প্রদান করতে হতো। সেই শর্ত লঙ্ঘিত হয়েছে। একইভাবে খেলার পর স্টেডিয়াম পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার দায়িত্বও পালন করা হয়নি। স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ বিবরণী এবং মোট অর্থের ৫০ শতাংশ ম্যাচের আগেই পরিশোধ করার বিষয়েও আয়োজকদের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

এর মধ্যে গত সোমবার রাতে ম্যাচ চলাকালীন জাতীয় স্টেডিয়ামে এক ক্রীড়া সাংবাদিক বেসরকারি নিরাপত্তা কর্মীদের হামলার শিকার হন।

এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ক্রীড়া মন্ত্রণালয় জানায়, ‘ম্যাচ আয়োজনের সামগ্রিক ব্যবস্থাপনা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে ৮ ডিসেম্বরের ম্যাচে আয়োজকদের কিছু উচ্ছৃঙ্খল সদস্য কয়েকজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।’ তাই ১১ ডিসেম্বরের ম্যাচ আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি ৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে ৫ ও ৮ ডিসেম্বরের ম্যাচ দুটির টিকিট বিক্রি, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাব এবং তৎসংশ্লিষ্ট ৫০ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দিতে বলা হয়েছে।

এদিকে আয়োজক এএফবি বক্সিং প্রমোশন যে দুই কিংবদন্তি ফুটবলার—কাফু ও ক্যানিজিয়াকে আনার ঘোষণা দিয়েছিল, সেটিও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ