উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে আবারও ফাইনালে ব্রাজিল
নারীদের কোপা আমেরিকার ফাইনাল যেন ব্রাজিলের জন্য হরহামেশা। এই টুর্নামেন্টটি যতবার আয়োজন করা হয়েছে, ততবারই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাতিন অঞ্চলের ফুটবল পরাশক্তি দলটি। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বুধবার (৩০ জুলাই) ইকুয়েডরের রাজধানী কুইটোতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে টানা দশমবারের মতো ফাইনালে উঠেছে ব্রাজিল। এই জয়ে প্রমাণ মিলেছে—লাতিন নারীদের ফুটবলে এখনো অপ্রতিরোধ্য শক্তি ‘হলুদিয়া পাখিরা’।
নারী কোপা আমেরিকার ইতিহাসে এখন পর্যন্ত মোট ১০টি আসর অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিটিতেই ফাইনাল খেলেছে ব্রাজিল। আগের ৯টি ফাইনালের মধ্যে আটটিতে জিতেছে তারা। একমাত্র ব্যতিক্রম ২০০৬ সালের আসরে, যেখানে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারায় ব্রাজিলিয়ান নারীরা মেয়েরা। ফলে এই একবারই চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এক কথায় এই টুর্নামেন্টের সব শিরোপাই গেছে ব্রাজিল ও আর্জেন্টিনার ঝুলিতে।
সেমিফাইনাল ম্যাচের শুরু থেকেই ছিল ব্রাজিলের দাপট। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় দলটি। ১১ ও ৬৫তম মিনিটে জোড়া গোল করেন আমান্দা গুটিয়েরেস। এছাড়া ১৩তম মিনিটে গিওভানা, ২৭তম মিনিটে মার্তা পেনাল্টি থেকে গোল করেন।
উরুগুয়ের একমাত্র গোলটি আসে ব্রাজিলের আত্মঘাতী ভুলে। ৫১ মিনিটে ইসাদোরা হাস নিজেদের জালেই বল জড়িয়ে দেন। পরবর্তীতে সেটি সান্ত্বনার গোল হয়ে দাঁড়ায়।
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে উরুগুয়ের ইয়ামিলা দোরনেলস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় দলটি। এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল।
৮৬তম মিনিটে প্রতিপক্ষের জালে শেষ বারের মতো জালে বল জড়ান দুদিনহা। এতে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলিয়ান নারীরা।
আগামী শুক্রবার (২ আগস্ট) কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া। এর আগে মঙ্গলবার টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম ফাইনালে পা রাখে কলম্বিয়ার নারীরাা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে