সেনেগালকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ ব্রাজিলের
আর্জেন্টিনার মতোই আফ্রিকার আরেক দেশকে হারিয়ে জয়ের আনন্দে ভাসল ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারিয়ে প্রথমবার এই প্রতিপক্ষের বিপক্ষে জয়ের মুখ দেখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিলের দুই গোলই আসে প্রথমার্ধে। ২৮তম মিনিটে কাসেমিরোর থ্রু বল প্রতিপক্ষের পায়ে লেগে সামনে পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে দলকে এগিয়ে নেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড এস্তেভাও। এরপর ৩৫তম মিনিটে রদ্রিগোর নিখুঁত ফ্রি-কিকে ডি-বক্সে ফাঁকায় থাকা কাসেমিরো নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক মেন্দিকে পরাস্ত করেন।
ম্যাচজুড়ে আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ১৪টি শটের ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে সেনেগাল নেয় ১১ শট, তবে অন টার্গেট মাত্র একটি। দুই বছর আগে লিসবনে পিছিয়ে থেকেও ৪-২ ব্যবধানে জিতেছিল সেনেগাল। ২০২৩ সালের দেখায়ও হেরেছিল ব্রাজিল। অবশেষে আনচেলত্তির দলের হাতে সেই পরাজয়ের প্রতিশোধ নিল সেলেসাওরা।
২০১৯ সালে প্রথম দেখা হয়েছিল দুই দলের, যা শেষ হয়েছিল ড্রয়ে। এরপর থেকে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে ধারাবাহিক ব্যর্থতার পর পাঁচ ম্যাচে এটাই ব্রাজিলের প্রথম জয়।
সাম্প্রতিক সময়ে প্রীতি ম্যাচে ওঠানামা ছিল ব্রাজিলের পারফরম্যান্সে—দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলেও জাপানের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল তারা। এবার আনচেলত্তি ব্রাজিল কোচ হিসেবে তার সপ্তম ম্যাচে চতুর্থ জয়ের দেখা পেলেন।
আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে