Views Bangladesh Logo

ব্রাজিলের দাপুটে জয়, চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেসাও

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ব্রাজিল। রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। এ জয়ের ফলে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে সেলেসাওরা।

নেইমার ও ভিনিসিউস জুনিয়রের মতো তারকাদের ছাড়াই দুর্দান্ত খেলেছে তরুণ ব্রাজিল দল। পুরো ম্যাচে তারা বল দখলে রাখে ৬৫ শতাংশ সময় এবং নেয় ২২টি শট, যেখানে চিলি তৈরি করতে পেরেছে মাত্র তিনটি সুযোগ।

প্রথম গোল আসে ৩৮ মিনিটে, ব্রাজিল জার্সিতে অভিষেক গোল করেন তরুণ এস্তেভাও উইলিয়ান। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। ৭২ মিনিটে বদলি হিসেবে নামার এক মিনিটের মধ্যেই গোল করেন লুকাস পাকুয়েতা। এরপর ৭৬ মিনিটে ব্রুনো গিমারেসের গোল নিশ্চিত করে ব্রাজিলের বড় জয়।

ইউরোপের বড় ক্লাবে খেলা তরুণদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ আনচেলত্তি। অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিতেও দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ায় তিনি খুশি। আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আবার মাঠে নামবে ব্রাজিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ