আত্রাইয়ে দরিদ্র ও অসহায়দের মাঝে ব্র্যাকের ৩০০ কম্বল বিতরণ
ব্র্যাকের জরুরি সাড়া দান কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ৩০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আত্রাই ব্র্যাক অফিসে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক আত্রাই ও নওগাঁ-১ অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন মো. মোস্তফা মাহমুদুল মাসুম (ডেপুটি ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট, নওগাঁ-১), মো. মাহবুব আলম (এলাকাব্যবস্থাপক, ব্র্যাক আত্রাই), মোহাম্মদ মিজানুর রহমান (শাখা ব্যবস্থাপক, ব্র্যাক আত্রাই)সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা।
ব্র্যাকের এই উদ্যোগে শীত মৌসুমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ও স্বস্তি পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে