হেলিকপ্টারে মিরপুরে নামল বিপিএলের রাজকীয় ট্রফি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মোচিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বহুল কাঙ্ক্ষিত শিরোপা। শুক্রবার বিকেলে হেলিকপ্টারে করে আকাশপথে এসে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গালিচায় নামল বিপিএলের রাজকীয় ট্রফি। ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে এই জাঁকজমকপূর্ণ দৃশ্যের সাক্ষী হন উপস্থিত দর্শকরা।
ট্রফি নিয়ে হেলিকপ্টার থেকে নামেন আকবর আলী ও সালমা খাতুন—বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টুর্নামেন্ট জয়ী দুই অধিনায়ক। সালমা খাতুনের নেতৃত্বে ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জেতে বাংলাদেশ নারী দল। অন্যদিকে, ২০২০ সালে আকবর আলীর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জেতে ঐতিহাসিক বিশ্বকাপ শিরোপা।
সাধারণত বিপিএল শুরুর আগেই অধিনায়কদের নিয়ে ট্রফির ফটোসেশন অনুষ্ঠিত হয়। তবে এবারের আসরে ছিল ব্যতিক্রম। আগের দুই আসরে ফাইনালের আগে আহসান মঞ্জিল ও মেট্রোরেলে ট্রফির ফটোসেশন হলেও এবার তেমন কোনো আয়োজন দেখা যায়নি। অবশেষে ফাইনালের ঠিক আগে পর্দা সরিয়ে দর্শকদের সামনে হাজির করা হলো ট্রফি।
আকবর ও সালমার হাত থেকে ট্রফি গ্রহণ করে ফটোসেশনে অংশ নেন ফাইনালিস্ট দুই দলের অধিনায়ক—রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত এবং চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান।
ট্রফি উন্মোচনের পর মাঠে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পারফর্ম করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফাইনালকে ঘিরে দর্শকদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শুরুর প্রায় ৪২ ঘণ্টা আগেই সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, সন্ধ্যা ৬টায় খেলা শুরুর অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যাবে মিরপুরের গ্যালারি। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের—কে ছুঁয়ে দেখবে বিপিএলের রাজকীয় ট্রফি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে