Views Bangladesh Logo

ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএলের দ্বাদশ আসর

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে মাঠে গড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর দ্বাদশ আসর। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে এবারের বিপিএলের খেলা। তবে ফ্র্যাঞ্চাইজি লিগের প্রচলিত রীতি ভেঙে ট্রফি উন্মোচন ছাড়াই শুরু হয়েছে টুর্নামেন্ট।

বিদেশ থেকে নির্ধারিত সময়ে ট্রফি দেশে না পৌঁছানোয় এবার কোনো জাঁকজমকপূর্ণ ট্রফি উন্মোচন বা ‘ক্যাপ্টেন্স ডে’ আয়োজন করা সম্ভব হয়নি। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে সব দলের অধিনায়কদের নিয়ে ট্রফি প্রদর্শনের আয়োজন থাকলেও এবারে সেই দৃশ্য দেখা যায়নি। ফলে ট্রফি ছাড়াই মাঠে গড়িয়েছে বিপিএলের দ্বাদশ আসরের প্রথম বল।

নিরাপত্তা শঙ্কার কারণে ঢাকায় পূর্বনির্ধারিত বড় উদ্বোধনী অনুষ্ঠান আগেই বাতিল করা হয়েছিল। এর ফলে এবারের বিপিএল শুরু হয়েছে তুলনামূলক সাদামাটা আয়োজনে। উদ্বোধনী আনুষ্ঠানিকতার কারণে প্রথম দিনের ম্যাচটি শুরু হয় দুপুর ৩টায়।

ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে জাতীয় সঙ্গীতে অংশ নেন। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। আনুষ্ঠানিক শুরুর আগে শহিদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে হাজারো বেলুন উড়িয়ে বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রথম ইনিংসের বিরতিতে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির। এ ছাড়া থাকছে আলোক প্রদর্শনীর আয়োজন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ