Views Bangladesh Logo

বিপিএল মাঠে ফেরার ঘোষণা, নতুন সূচি প্রকাশ

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ফ্র্যাঞ্চাইজি মালিক ও ক্রিকেটার সংগঠন কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর নতুন সূচি ঘোষণা করা হয়েছে।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে বৃহস্পতিবার বিপিএলের দুই ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বৈঠকের পর ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটাররা ম্যাচ মাঠে ফেরানোর বিষয়ে একমত হয়েছেন।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে জানান, প্রথম রাউন্ডের বাকি খেলা এক দিন করে পিছিয়ে হবে। অর্থাৎ বৃহস্পতিবারের বাতিল হওয়া ম্যাচগুলো হবে শুক্রবার। এরপরের ম্যাচগুলোও এক দিন করে সরানো হয়েছে।

আগে রবিবার প্রথম রাউন্ড শেষ হওয়ার পর বিশ্রামের দিন থাকলেও, নতুন সূচিতে এটি সোমবার ধরা হয়েছে। প্লে-অফ খেলা শুরু হবে মঙ্গলবার। নতুন সূচিতে রিজার্ভ ডে বাদ দেওয়া হয়েছে, তাই দ্বিতীয় কোয়ালিফায়ার বুধবার অনুষ্ঠিত হবে। ফাইনাল আগের মতোই ২৩ জানুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হবে।

এক নজরে পরিবর্তিত সূচি:

১৬ জানুয়ারি, শুক্রবার

চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস - দুপুর ২টা

সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স - সন্ধ্যা ৭টা

১৭ জানুয়ারি, শনিবার

রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস - দুপুর ১টা

চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স - সন্ধ্যা ৬টা

১৮ জানুয়ারি, রবিবার

রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস - দুপুর ১টা

চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস - সন্ধ্যা ৬টা

২০ জানুয়ারি, মঙ্গলবার

এলিমিনেটর ম্যাচ - দুপুর ১টা

প্রথম কোয়ালিফায়ার - সন্ধ্যা ৬টা

২১ জানুয়ারি, বুধবার

দ্বিতীয় কোয়ালিফায়ার - সন্ধ্যা ৬টা

২৩ জানুয়ারি, শুক্রবার

ফাইনাল - সন্ধ্যা ৭টা

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ