Views Bangladesh Logo

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিপিএলের প্রথম দিনের সূচিতে পরিবর্তন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠছে আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরুর দিনেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কারণে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিপিএল ইভেন্ট টেকনিক্যাল কমিটি।

শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী দিনের প্রথম ম্যাচটি নির্ধারিত সময় দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় শুরু হবে। প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর ২০ মিনিটের বিরতি শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে দ্বিতীয় সেশন শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

এদিনের দ্বিতীয় ম্যাচের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিট বিরতির পর রাত ৯টা ৩৫ মিনিটে দ্বিতীয় সেশন শুরু হয়ে শেষ হবে রাত ১১টা ৫ মিনিটে।

বিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচের আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সুবিধার্থেই সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। তবে এই পরিবর্তিত সূচি কেবল উদ্বোধনী দিনের জন্যই প্রযোজ্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ