বিপিএল শুরু ১৯ ডিসেম্বর, নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস
প্রাথমিক ঘোষণায় পাঁচ দল নিয়ে বিপিএল আয়োজনের কথা থাকলেও খেলোয়াড়দের সুযোগ বাড়ানোর লক্ষ্যে একটি দল যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফলে ছয় দল অংশ নেবে বিপিএলের দ্বাদশ আসরে।
বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট, আর ১৬ জানুয়ারি মিরপুরে পর্দা নামবে। এর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। পাশাপাশি দ্বাদশ আসরের জন্য নতুনভাবে তৈরি করা হবে বিপিএলের ট্রফি।
বিপিএলের এবারের ছয় ফ্র্যাঞ্চাইজি- রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।
প্রায় এক দশক পর আবারও নিলাম পদ্ধতিতে দল সাজাতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে আগামী রোববার বিকেলে হবে নিলাম। সেখানে ২৫০ জন বিদেশি খেলোয়াড়ের নাম থাকবে, সঙ্গে থাকবেন বাছাইকৃত দেশি ক্রিকেটাররাও।
প্রতিটি দল নিলাম থেকে কমপক্ষে ১২ জন খেলোয়াড় নিতে পারবে। এছাড়া দেশি ও বিদেশি মিলিয়ে দুজন করে ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ থাকছে। বিদেশি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা রাখা হয়নি।
দেশি ক্রিকেটারদের ৬ ক্যাটাগরিতে ভাগ করা হবে, যেখানে ভিত্তিমূল্য সর্বোচ্চ ৫০ লাখ ও সর্বনিম্ন ১১ লাখ টাকা। বিদেশিদের পাঁচ ক্যাটাগরিতে রাখা হবে, যার সর্বোচ্চ ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার।
সরাসরি চুক্তির দুজন দেশি খেলোয়াড় বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৪ কোটি ৫০ লাখ টাকার মধ্যে পুরো স্কোয়াড সাজাতে হবে। বিদেশি খেলোয়াড়দের জন্য ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে