Views Bangladesh Logo

‘কাঁচামিঠে ফলের ছড়া’র প্রকাশনা উৎসব

 VB  Desk

ভিবি ডেস্ক

শিশুসাহিত্যিক অমিত কুমার কুণ্ডুর শিশুতোষ ছড়ার বই ‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে এই উৎসবের আয়োজন করে বইটির প্রকাশনা সংস্থা পাঞ্জেরী পাবলিকেশন্স লি.। শিক্ষাবিদ, গবেষক ও কলামিস্ট সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক রফিকুর রশীদ। অতিথি ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক দন্ত্যস রওশন, লোকসংস্কৃতিবিদ ও কবি তপন বাগচী এবং শিশুসাহিত্যিক সঙ্গীতা ইমাম।

ক্ষুদ্রাকৃতির ও নতুন সাইজের ‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইটির পাতায় পাতায় দেশি-বিদেশি ১২৪টি বিচিত্র ফলের পরিচয়, পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা নান্দনিক অলংকরণে ছন্দে-ছড়ায় তুলে ধরা হয়েছে। বইটি থেকে ছড়া আবৃত্তি করেন বাচিক শিল্পী জান্নাতুল ফেরদৌস মুক্তা।

আলোচকরা বলেন, জাঁ জ্যাক রুশোর প্রকৃতির সঙ্গে শেখা পদ্ধতিতে অমিত কুমার কুণ্ডুর ছড়ার বইটি লেখা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যা বিশ্বভারতীর মাধ্যমে করিয়ে দেখিয়েছেন, সেভাবেই বইটির মাধ্যমে প্রকৃতির সান্নিধ্য লাভ করবে শিশুরা, একই সঙ্গে শিখবেও।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ