সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বইমেলা
বাংলা একাডেমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলা একাডেমির মহাপরিচালক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলা একাডেমির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা বইমেলা আয়োজনে সম্ভাব্য কয়েকটি সময়সূচি প্রস্তাব করেন এবং একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর সুপারিশ পর্যালোচনা করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জাতীয় নির্বাচন শেষে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজনের প্রস্তাবকে সবচেয়ে যৌক্তিক বলে মনে করা হয়। এছাড়া নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলে মেলার সুনির্দিষ্ট তারিখ জানানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলা একাডেমি অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের বিষয়ে সরকারে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে