Views Bangladesh Logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শুক্রবার রাতে (১৬ জানুয়ারি) একটি ওয়াশরুম থেকে বোমার মতো তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে।


হলের আবাসিকরা ওই বস্তুগুলো ওয়াশরুমে দেখতে পেয়ে হলে প্রশাসন এবং পুলিশকে খবর দেন।


হল প্রভোস্ট অধ্যাপক ফারুক শাহ গণমাধ্যমে বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ওই বস্তুগুলো পরীক্ষা করার জন্য নিয়ে গেছে।


শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, “রাত আনুমানিক আড়াইটার দিকে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয় এবং তারা নিরাপদে বস্তুগুলো তুলে নিয়ে যায়। বস্তুগুলোর প্রকৃতি এখনও নিশ্চিত করা হয়নি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ