বিমানে বোমা থাকার খবরটি ‘ভুয়া’
ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা থাকার ভুয়া খবর ঘিরে সৃষ্ট উৎকণ্ঠার অবসান হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের ঠিক আগে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনকল আসে, যাতে দাবি করা হয় ফ্লাইটটিতে বোমা রয়েছে।
নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে এনে বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি শুরু করে। দীর্ঘ তল্লাশি শেষে নিশ্চিত হওয়া যায়, বিমানে বোমা বা কোনো সন্দেহজনক বস্তু নেই। এরপর যাত্রীদের পুনরায় বোর্ডিং করানো হয় এবং ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে বলেন, ‘এটি ছিল একটি ভুয়া কল। যাত্রীদের নিরাপত্তা অক্ষুণ্ণ রয়েছে। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখছে।’
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এটি আন্তর্জাতিক ফ্লাইট হওয়ায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কারা এই গুজব ছড়িয়েছে এবং কী উদ্দেশ্যে—তা জানতে তদন্ত চলছে।
ঘটনায় কেউ আহত না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইটটি সাময়িক স্থগিত রাখা হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে