আবারও এপিবিএন অফিসারের ফোনে হুমকি, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার
আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের একজন ডিউটি অফিসারের ফোনে আসল হুমকির বার্তা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। তবে বিমানবন্দরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।
এ ব্যাপারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, “একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমরা আবারও আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা পেয়েছি। বার্তা পেয়েই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।”
এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রোম থেকে ঢাকায় আসার পথে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা হুমকির থাকার বার্তা দেওয়া হয়। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। এরপরে পুরো বিমানে তল্লাশি চালানো হলে বোমা বা বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে