বগুড়া থিয়েটার পরিবার, ঢাকার অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা
অভিষেক অনুষ্ঠানে দায়িত্ব নিয়েছে বগুড়া থিয়েটার পরিবার, ঢাকার নতুন পরিচালনা পরিষদ। পরে ‘নাট্য সূত্রে বাঁধা’ শীর্ষক সাংস্কৃতিক পরিবেশনায় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন সংগঠনটির সদস্যরা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্র সিলনায়তনের এই আয়োজনে অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশানের অনুষ্ঠান সম্পাদক শাহ আলম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজী ও সাংগঠনিক সম্পাদক সাইদ রিংকু, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. সাইদুর রহমান লিপন, ঢাকা থিয়েটারের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, বগুড়া থিয়েটারের যুগ্ম আহবায়ক রুবল লোদী ও যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান কবির। বক্তব্য দেন সংগঠনের অগ্রজ শান্ত মাহমুদ, আহ্বায়ক জুলফিকার হুসাইন সোহাগ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিথেন ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জনি, সদস্য সচিব ফজলুল হক সাকী, যুগ্ম সদস্য সচিব সিজুল ইসলাম, আল কুবরুন নাহার কসমিক, বুলবুল আহমেদ জয়, ফিরোজ আহম্মেদ।
অনুষ্ঠানে সাজু আহমেদ ও মাহমুদুল হাসান মিথেন সম্পাদিত ভাঁজপত্র’র মোড়ক উন্মোচন করা হয়। বগুড়া থিয়েটারের তিনটি ও কলেজ থিয়েটার বগুড়ার একটি নাটকের অংশবিশেষ মঞ্চায়িত হয়। এতে অংশ নেন নাট্যকর্মী রুবল লোদী, সোমা ফারহা মুমু, লেনিন ফিরোজী, মাহিন মোহন্ত, অলক পাল, দীপাবলী মুখার্জী, জুলফিকার হুসাইন সোহাগ, হান্নান শাহ ও মাহমুদুল হাসান মিথেন।
বিশিষ্ট তবলা বাদক পৌষরাম সরকার, বংশীবাদক নির্ঝর অধিকারী, ফজলুল হক সাকী ছাড়াও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন ঐশী রায়, জুলফিকার হুসাইন সোহাগ ও তার দল এবং দল অন্যরকম এর সদস্য অলক পাল, সোবহানী বাপ্পী, বায়োজিদ নিবিড়, সানাউর রহমান ও রবিউল করিম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে