Views Bangladesh Logo

শোকের দিনে বগুড়ায় মাদ্রাসায় ভুরিভোজ, নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার একদিনের সাধারণ ছুটি ও তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এমন শোক চলাকালীন সময়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার আগেই বগুড়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভুরিভোজের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নারিল্যা ইটালী এস ইউ মাদ্রাসায় এই ভুরিভোজের আয়োজন করা হয়।
অভিযোগ রয়েছে, মাদ্রাসার সুপার ও ম্যানেজিং কমিটির সদস্যদের উদ্যোগেই এ আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরিভোজে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন মাফু, প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ মাদ্রাসা সংশ্লিষ্টরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন মাফুসহ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানা গেছে, মিজানুর রহমান নামে ওই প্রতিষ্ঠানের এক শিক্ষক উচ্চতর গ্রেড পাওয়ায় এই ভুরিভোজের আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে খাবারের প্রস্তুতি চলছিল।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম ভিউজ বাংলাদেশকে বলেন, 'বিষয়টি অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রীয় শোকের দিনে কীভাবে তারা এ ধরনের আয়োজন করতে পারেন, তা আমার জানা নেই। আয়োজনে মাদ্রাসা সংশ্লিষ্ট সবাই জড়িত আছেন। এ ঘটনায় বৃহস্পতিবার মাদ্রাসার সুপারকে শোকজ করা হবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ