Views Bangladesh Logo

শাহজালালে ট্রলি টাগের ধাক্কায় বোয়িং বিমান ক্ষতিগ্রস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজে আঘাত হেনেছে একটি লাগেজ ট্রলি। এতে উড়োজাহাজটির বাইরের অংশের সামান্য ক্ষতি হয়। তবে দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে ব্যাংকক থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি শাহজালালে অবতরণ করে এবং নির্ধারিত পার্কিং বে-তে থামে। এরপর যাত্রীরা নেমে যাওয়ার পর লাগেজ নামাতে একটি খাঁচা ট্রলি সেখানে রাখা হয়। এ সময় পাশের পার্কিং বে-তে থাকা অভ্যন্তরীণ রুটের একটি ড্যাশ ৮ উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি ডানে ঘোরার সময় এর পাখা থেকে সৃষ্ট বাতাসে খাঁচা ট্রলিটি ছিটকে গিয়ে পাশের বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ধাক্কা খায়।

রওশন কবীর বলেন, ‘ট্রলিটি নিজে থেকে চলমান ছিল না, স্থির ছিল। পাশের উড়োজাহাজের তীব্র বাতাসে এটি সরে গিয়ে আমাদের বিমানে ধাক্কা দেয়। তখন বিমানে কোনো যাত্রী ছিল না। ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ