Views Bangladesh Logo

নির্বাচনী দায়িত্বে পুলিশকে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ আইজিপির

স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে সব পুলিশ সদস্যকে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত এক প্রাক-নির্বাচনি ব্রিফিংয়ে আইজিপি বলেন, দায়িত্ব পালনের সময় প্রত্যেক কর্মকর্তা ও সদস্যকে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে পুলিশের কর্মকাণ্ডে স্বচ্ছতা বাড়বে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর পুলিশিং জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে।

ব্রিফিংয়ে চট্টগ্রামের ২৯টি ইউনিটের মোট ৪৫৮ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি মুক্ত, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব।

ব্রিফিং সেশনে মাঠপর্যায়ের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বীপাঞ্চলের থানার জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ে ঋণ সুবিধা, দ্বীপ দায়িত্বে ভাতা বৃদ্ধি বা প্রবর্তন এবং নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের সুযোগ-সুবিধা উন্নয়নের প্রস্তাব উত্থাপন করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ আন্তঃইউনিট সমন্বয় জোরদার, নগর নিরাপত্তা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।

ব্রিফিংয়ের শেষ পর্যায়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পালাশ আইজিপির নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শৃঙ্খলা, ধৈর্য ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান।

কর্তৃপক্ষ ব্রিফিংটিকে দিকনির্দেশনামূলক ও মনোবল বৃদ্ধিমূলক আয়োজন হিসেবে উল্লেখ করেছে। নির্বাচনী দায়িত্বে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ওপর জোর বাংলাদেশ পুলিশের প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগের অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ