Views Bangladesh Logo

সিলেটে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ তিনদিন পর হস্তান্তর

 VB  Desk

ভিবি ডেস্ক

সিলেটের কানাইঘাটের দোনা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আবদুর রহমানের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

২৫ বছর বয়সী আবদুর রহমান কানাইঘাট উপজেলার বড়চতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

ঘটনার তিনদিন পর সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে রহমানের মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষ করে রাতেই মরদেহ নিয়ে যায় নিহতের পরিবার। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ গ্রামে নামাজে জানাজা শেষে আবদুর রহমানকে দাফন করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আবদুর রহমানসহ কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। মহিষ কিনে বাংলাদেশে ফেরার সময় সীমান্তের ভারতীয় অংশে বিএসএফ তাদের ওপর গুলি চালালে আবদুর রহমান নিহত হন। অন্যেরা পালিয়ে এসে গ্রামে খবর দেন।

শনিবার (৩০ আগস্ট) সকালে ঘটনাটি জানাজানি হওয়ার আগ পর্যন্ত মরদেহটি সীমান্তের ওপারে ভারতীয় অংশে ফেলে রাখা হয়েছিল। খবর পেয়ে সীমান্ত এলাকা পরিদর্শন করে কানাইঘাট থানা পুলিশ। তবে, সেদিন রাতেই সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকে বিএসএফ জানায়, নিহত আব্দুর রহমানের মরদেহ ময়না তদন্তের জন্য হেফাজতে নিয়েছে তারা। পরে মরদেহটি দেয়া হয় মেঘালয় পুলিশকে। সেখানে আইনি প্রক্রিয়া ও ময়না তদন্তের পর ফের পতাকা বৈঠকের মাধ্যমে অবশেষে বাক্সে ভরা মরদেহটি ফেরত দেয় বিজিবি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, আন্তর্জাতিক পিলার ১৩৩৯ সংলগ্ন এলাকায় মরদেহটি হস্তান্তরের সময় ছিলেন কানাইঘাট ও মেঘালয় পুলিশের কর্মকর্তারাও। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ