Views Bangladesh Logo

শেরপুরে বন্য হাতির মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাটাবাড়ি জঙ্গল থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আনুমানিক ১৫-১৬ বছর বয়সী পুরুষ হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৫ জুলাই) সকালে মধুটিলা রেঞ্জের কর্মকর্তারা হাতিটির মরদেহ উদ্ধার করেন। রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, হাতিটি বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বন বিভাগ ও স্থানীয়দের তথ্যমতে, বন্য হাতির আক্রমণ থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষার জন্য স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক বাতির সংযোগ দিয়ে একটি নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন, যাতে হাতির দল আলো দেখে ভয় পেয়ে লোকালয় এড়িয়ে চলে। শুক্রবার রাতে নাকুগাঁও সীমান্ত হয়ে ৮-১০টি হাতির একটি দল এলাকায় ঢুকে পড়ে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় একটি হাতি ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়।

ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ