Views Bangladesh Logo

কুয়াকাটায় ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

ঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ছয়দিন আগে নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে পটুয়াখালীর কুয়াকাটার মিরাবাড়ি সৈকতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত নজরুল ইসলাম (৬০) কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বাসিন্দা এবং মৃত তাজেম আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম গত ২৫ জুলাই মাছ ধরার উদ্দেশ্যে ‘এফবি সাগরকন্যা’ নামের একটি ট্রলারে করে সাগরে গিয়েছিলেন। সেই সময় গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তার মরদেহ কুয়াকাটা সৈকতে ভেসে ওঠে।

নজরুলের ছেলে নাসির হাওলাদার জানান, ট্রলার দুর্ঘটনার পর তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছেন, কিন্তু কোনো সন্ধান পাননি। আজ সকালে মরদেহ দেখে তারা শনাক্ত করেন।

কুয়াকাটা নদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'গত কয়েকদিনে একাধিক ট্রলার দুর্ঘটনায় বেশ কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন। নজরুল ইসলামের মরদেহ শনাক্ত করা হয়েছে, এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ