কক্সবাজার সৈকতে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
জেলার পর্যটন শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আজিম খান নিশ্চিত করেছেন যে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সমিতিপাড়া এলাকায় ওই ছাত্রের লাশ পাওয়া যায়।
নিহত ছাত্রের নাম জুহায়ের আয়মান (১৭)। তিনি বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাটনারপাড়ার বাসিন্দা মো. শরিফুল ইসলামের ছেলে।
আজিম খানের তথ্যমতে, রোববার দুপুর আড়াইটা নাগাদ বগুড়ার তিনজন কলেজছাত্র লাবণী পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোতে ভেসে গেলে দুজনকে লাইফগার্ডরা উদ্ধার করেন, তবে আয়মান নিখোঁজ হয়ে যান।
জেলা প্রশাসনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও লাইফগার্ড দলের সমন্বয়ে গঠিত উদ্ধার অভিযান গভীর রাত পর্যন্ত চলতে থাকে। শেষ পর্যন্ত ভোরে তার লাশ উদ্ধার করা হয়।
আয়মানের চাচা মো. মোজাহিদুর রহিম জানান, আইনগত প্রক্রিয়া শেষ হলে লাশ বগুড়ায় নেয়ার প্রস্তুতি চলছে।
সি-সেইফ লাইফগার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ জানান, কক্সবাজার সৈকতের বিভিন্ন স্থানে একাধিক বিপজ্জনক গোপন স্রোতের প্রবাহ রয়েছে। লাবণী পয়েন্টে, যে স্থানে আয়মান নিখোঁজ হন, সেখানে আগে থেকেই লাল পতাকা টানানো ছিল।
তিনি পর্যটকদের আহ্বান জানান, সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফগার্ডদের সতর্কবার্তা মেনে চলতে হবে, তাহলেই নিরাপত্তা নিশ্চিত হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে