Views Bangladesh Logo

মাদারীপুরে নিখোঁজ কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর এক কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের নিচে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

নিহত কৃষিবিদের নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি আন্তর্জাতিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র (সিআইএমএমওয়াইটি)-এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি সকাল ১১টার দিকে ঢাকার গুলশান এলাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি শাখায় পে-অর্ডার জমা দিতে গিয়ে শহীদুল ইসলাম নিখোঁজ হন। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার ঘটনায় তার শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ ওই দিন গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহ্মেদ বলেন, তিন দিন নিখোঁজ থাকার পাশাপাশি মোবাইল বন্ধ থাকায় আমরা জিডি দিয়েছিলাম। এখন হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের খবরে পরিবার দিশেহারা। যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ