সিরাজগঞ্জে পুকুরপাড়ে মিলল নারী গ্রাম পুলিশের মরদেহ
সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুলের পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামে এক নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় থেকের তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আন্না রানী সলঙ্গা থানার ভরমোহনী মধ্যপাপাড়া (নিশিপাড়া) গ্রামের প্রয়াত বিজেন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে চাকরি করতেন।
এ বিষয়ে আন্না রানীর ভাতিজা ইন্দ্রজিৎ দাস জানান, তার কাকিমা গতকাল শুক্রবার রাতে তার ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে তাকে ওই ঘরে পাওয়া যায়নি। পরে তারা জানতে পারেন, পার্শ্ববর্তী স্কুলের পুকুরপাড়ে আন্নার মরদেহ পড়ে রয়েছে। কীভাবে কাকিমার এমন মর্মান্তিক মৃত্যু হলো, তা প্রাথমিকভাবে বুঝতে পারছেন না বলে জানান তিনি।
এ প্রসঙ্গে সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ্বর আমিন জানান, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুরপাড়ে আন্না রানীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ওই নারীর শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই, তবে গলায় জখমের দাগ রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে নিহতের ভাতিজা অভিযোগ করেন, আন্না রানীকে খুন করা হয়েছে।
এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন মামলা হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে