Views Bangladesh Logo

রংপুরে নদী থেকে ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় পৃথক দুই নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ জুলাই) সকালে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

নিহতদের মধ্যে দুজন হলেন—নওয়াবগঞ্জ উপজেলার মেহেদী হাসান সিয়াম (১৩) এবং পার্বতীপুর উপজেলার আলিফ হোসেন (১৩)। তারা বদরগঞ্জ শহরের জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ওই মাদ্রাসার চার শিক্ষার্থী দেয়াল টপকে বাইরে বেরিয়ে যান এবং গোসল করতে যমুনেশ্বরী নদীতে যান। গোসলের একপর্যায়ে তিনজন ডুবে যায়। তাদের সঙ্গে থাকা আল হোসেন কোনও রকমে তীরে উঠে এসে লোকজনকে খবর দেন।

এরপর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। দুপুর ১টার দিকে সিয়ামকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিকেল ৫টা ৩০ মিনিটে নদী থেকে আলিফের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আল হোসেন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্ররা প্রতিষ্ঠানের অনুমতি না নিয়েই বাইরে গিয়েছিল।

অন্যদিকে, একই দিনে উপজেলার রাধানগর ইউনিয়নের ধোলাই ঘাট এলাকায় চিকলি নদীতে গোসল করতে নেমে তাসিন (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ডুবে যায়। তাসিন দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং মাদারগঞ্জ গ্রামের জিয়াউরুল ইসলামের ছেলে।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, সবগুলো ঘটনাই পুলিশ তদন্ত করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ