Views Bangladesh Logo

ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় অর্ধনিমজ্জিত বালুবাহী বাল্কহেডে আটকে পড়া দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার সকাল ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ ফিলিং স্টেশনের সামনে একটি বেসরকারি ডকইয়ার্ডের ঘাটে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী গ্রামের আমির হাওলাদারের ছেলে শাকিল আহমেদ (২৪) এবং ঝালকাঠি জেলার রাজাপুর এলাকার মোহাম্মদ হাসান (২০)। তারা দুজনই বাল্কহেডের লস্কর হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় মাটিবোঝাই ‘কাশফা স্নেহা’ নামের বাল্কহেডটি ঘাটে নোঙর করা ছিল। সকাল ছয়টার দিকে ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চ ‘সুন্দরবন-১৬’ নদীর তীরে নোঙর করা বাল্কহেডটির পেছনের অংশে (কেবিন সাইট) সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় বাল্কহেডটি দুমড়েমুচড়ে দ্রুত ডুবে যেতে শুরু করে। এ সময় বাল্কহেডে থাকা তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও কেবিনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। ধাক্কা দেওয়ার পর লঞ্চটি ঢাকার দিকে চলে যায়।

ঘটনার পর নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় বাল্কহেডের কেবিন থেকে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বাল্কহেডের ইঞ্জিন রুমের গ্রিল কেটে কেবিনে প্রবেশ করে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ