কাপ্তাই হ্রদে দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
রাঙামাটির নানিয়ারচরে কাপ্তাই লেকে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে মহাজনপাড়া এলাকায় লেক থেকে দিপেশ দেওয়ানের লাশ ভেসে ওঠে। এর এক দিন আগে, বৃহস্পতিবার নয়াপাড়া এলাকা থেকে স্থানীয়রা ডেনিজন চাকমার লাশ উদ্ধার করেন।
গত মঙ্গলবার রাতে দুর্গাপূজা দেখে জগন্নাথ মন্দির থেকে ফেরার পথে ঝড়ে নৌকা ডুবে যায়। এতে জিতেশ দেওয়ান ও ডেনিজন চাকমা নিখোঁজ হন। তবে একই নৌকায় থাকা আরও চারজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
সাবেকশাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সূপেন চাকমা জানান, নিহত দুজনই ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ডেনিজেন চাকমা নানিয়ারচর কলেজের শিক্ষার্থী এবং দিপেশ দেওয়ান খাগড়াছড়ি কলেজে পড়তেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে