Views Bangladesh Logo

নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় নৌকা থাকছে: ইসি মাসুদ

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও দলটির নির্বাচনী প্রতীক ‘নৌকা’ আপাতত নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় থাকছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। একইসঙ্গে তিনি জানান, ‘শাপলা’ প্রতীকটি এই মুহূর্তে তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

রোববার (১৩ জুলাই) এ কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ।

তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি থাকলেও, দলটির প্রতীক ‘নৌকা’ ইসির তালিকায় এখনই বাদ দেয়া হচ্ছে না। কারণ, প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন একটি প্রতীক বরাদ্দ করে এবং সেই প্রতীক কমিশনের কাছে সংরক্ষিত থাকে। কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রতীক বাতিলের সুযোগ নেই। তাই আওয়ামী লীগের নৌকা প্রতীক আপাতত তালিকায় থাকছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) ‘শাপলা’ প্রতীক সংক্রান্ত প্রশ্নের জবাবে মাসুদ বলেন, যে কোনো দল চাইলে যে কোনো প্রতীকের আবেদন করতে পারে। তবে শাপলা প্রতীকটি নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় সেটি এই মুহূর্তে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। তিনি আরও জানান, যদি ভবিষ্যতে এনসিপি নিবন্ধিত দল হিসেবে স্বীকৃতি পায়, তাহলে এসব বিষয় কমিশন পর্যালোচনা করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ