Views Bangladesh Logo

নৌকা প্রতীক তপশিলে থাকছে, তবে ব্যবহার করা যাবে না: ইসি সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও তাদের নির্বাচন প্রতীক ‘নৌকা’ তপশিলে সংরক্ষিত থাকবে। তবে এটি আর কোনো দল বা প্রার্থী ব্যবহার করতে পারবে না।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নির্বাচন কমিশনের একটি অনানুষ্ঠানিক বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।

তিনি বলেন, 'প্রতীকের তপশিলে ‘নৌকা’ প্রতীকটি থাকলেও বিভ্রান্তি এড়াতে ইসির সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে সেটি সরিয়ে রাখা হয়েছে। নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই, কমিশন নিজ উদ্যোগে মনে করেছে এটা সরিয়ে রাখা ভালো হবে।'

গত ১২ মে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। আজ (বুধবার) সকালে দলটির নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। কোনো দল বিলুপ্ত হলেও প্রতীক ইসির তপশিলে থেকেই যায়। পরে অন্য কোনো দল বা প্রার্থীকে এটি বরাদ্দ দেওয়া যেতে পারে। তাই প্রতীক তালিকা থেকে আমরা নৌকা বাদ দিচ্ছি না।'

এদিকে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেওয়ার পর, তাদের নাম ও প্রতীক ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান ইসি সচিব।

তবে শাপলা প্রতীক এখনও তপশিলে যুক্ত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ