Views Bangladesh Logo

বিজয়া দশমীতে নৌকাডুবি: শিশু নিখোঁজ, এক শিশুর মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, আরেক শিশু এখনও নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে কালিয়াকৈরের চাপাইর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম অঙ্কিতা রানি দাস (৪)। নিখোঁজ রয়েছে ১০ বছরের শিশু তন্ময়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জনের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকায় অঙ্কিতা ও তন্ময়সহ পরিবারের সদস্যরা ওঠেন। এ সময় নৌকাটি আরেকটি নৌকার সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। নৌকাটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়ে যায়। দুর্ঘটনার পর থেকে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, রাতে কার্যকরভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। শুক্রবার সকালে অঙ্কিতার লাশ উদ্ধার করা হয়। তন্ময়কে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ