Views Bangladesh Logo

বোর্ড বলেছে, যে দল দেওয়া হয়েছে তা নিয়েই খেলতে হবে: লিটন দাস

ট্টগ্রামে বুধবার শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। সেখানে দল নির্বাচন নিয়ে বোর্ডের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শামীম হোসেনকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার বিষয়ে প্রশ্ন উঠলে লিটন বলেন, ‘শামীম থাকলে অবশ্যই ভালো হতো। তবে এটা আমার সিদ্ধান্ত নয়—সম্পূর্ণ নির্বাচকদের সিদ্ধান্ত। কেন তাকে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। আমি ভেবেছিলাম, সাধারণত অধিনায়ককে জানানো হয় কোন খেলোয়াড় দলে ঢুকছে বা বাদ পড়ছে।’

সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় (শেষ তিন ম্যাচে ০, ১, ১) শামীমকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে অধিনায়কের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান লিটন।

দল নির্বাচনে তাঁর মতামত রাখা হয় কি না—এমন প্রশ্নে লিটন আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বোর্ড থেকে সরাসরি জানানো হয়েছে যে আমাকে দেওয়া দল নিয়েই খেলতে হবে। কোন খেলোয়াড়কে চাই বা চাই না—এ ব্যাপারে আমার কোনো কথা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে একটি দল গুছিয়ে নেওয়ার সুযোগ থাকার কথা। কিন্তু এখন জানতে পারলাম, আমাকে যে দল দেওয়া হবে, সেটাকে নিয়েই মাঠে সেরা পারফরম্যান্স দেওয়াই আমার কাজ।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ