চাঁদপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৩৫
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শুক্রবার (৩ অক্টোবর) সকালে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। ফেসবুকে একটি বিকৃত ছবি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়, এছাড়া কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিএনপি কর্মীদের দাবি, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেত্রী রুমিন ফারহানাকে জড়িয়ে একটি বিকৃত ছবি শেয়ার করেন। বৃহস্পতিবার বিকেল থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাবেক উপজেলা যুবদল সদস্যসচিব কাজী জাসিম অভিযোগ করেন, শুক্রবার সকালে বিএনপি কর্মীরা ওই পোস্টের বিষয়ে মাওলানা ইলিয়াসের সঙ্গে কথা বলতে গেলে জামায়াত কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক সাইফুল মিজী ও সাবেক ছাত্রদল সভাপতি নেছার আহমেদ চৌধুরীসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালিশাড়া শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন স্বীকার করেন যে ছবিটি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভুলবশত শেয়ার হয়েছিল। তিনি বলেন, “আমার সন্তানরা কখনো কখনো আমার ফোন ব্যবহার করে, তাদের মাধ্যমেই হয়তো এটি শেয়ার হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমি তা মুছে ফেলেছি এবং ক্ষমা প্রার্থনার পোস্ট দিয়েছি। আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে যাচ্ছিলাম; কিন্তু তার আগেই আমাদের লোকজনের ওপর হামলা হয়।”
জামায়াত নেতারা জানান, তাদেরও কয়েকজন কর্মী, স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীসহ, আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ইউনিয়ন বিএনপির নেতা আবদুল কুদ্দুস মাস্টার ও সুলতান মাহমুদ জানান, বিষয়টি উপজেলা বিএনপির কাছে অবহিত করা হয়েছে এবং দলের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মজাম্মেল হোসেন পরান বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ক্ষমা চাওয়া হয়েছিল। এরপরও হামলা হওয়া দুঃখজনক।
সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ রহিম পাঠওয়ারী দাবি করেন, জামায়াত কর্মীরা তারেক রহমান ও রুমিন ফারহানাকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের প্রতিবাদ জানাতে গেলে বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়, এতে অন্তত ১৫ জন আহত হন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈনউদ্দিন ফারুক সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে