আলোচনার আহ্বান জানালে প্রধান উপদেষ্টার সঙ্গেই বসবে বিএনপি: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরাসরি আহ্বান জানান, তাহলে বিএনপি আলোচনায় বসতে প্রস্তুত। তবে তিনি প্রশ্ন তুলেছেন 'অন্য একটি রাজনৈতিক দলকে দিয়ে কেন আমাদের আলোচনায় আহ্বান জানানো হচ্ছে?'
শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছি এবং করবও—তবে নির্দিষ্ট সীমারেখার মধ্যে। যদি প্রধান উপদেষ্টা নিজে আহ্বান জানান, আমরা অবশ্যই আলোচনায় যাব। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলকে দিয়ে আমাদের ডাকা হচ্ছে কেন? তারা কারা?'
তিনি আরও বলেন, 'আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখি—তা এনসিপি হোক বা জামায়াতে ইসলামী। গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হিসেবে আমরা আলাপ-আলোচনা চালিয়ে যাব। কিন্তু আলোচনার জন্য অন্য কোনো দলকে রেফারি বা মধ্যস্থতাকারী করা সঠিক নয়।'
অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, 'আপনারা কোনো নির্বাচিত সরকার নন—এটা মনে রাখা জরুরি। আপনাদের এমন কোনো এখতিয়ার নেই যে, আমাদের নির্দেশ দেবেন ‘সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিন, না হলে আমরা নেব।’ এত শক্তি প্রদর্শন অন্তর্বর্তী সরকারের সঙ্গে মানায় না।'
তিনি আরও বলেন, 'গণতান্ত্রিকভাবে নিরপেক্ষতার সঙ্গে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা করণীয়, তা করুন—আমরা সেই সীমারেখার মধ্যেই আপনাদের সমর্থন করব। কিন্তু অন্য রাজনৈতিক দল দিয়ে আমাদের আলোচনায় আহ্বান জানানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়।'
জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, 'আমরা ভেবেছিলাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করবে, আর অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, আপনারা নিজেরাই রেফারি হয়ে মাঠে গোল দিয়ে দিচ্ছেন। এরপর বলছেন, রাজনৈতিক দলগুলোকে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, না হলে আপনারাই সিদ্ধান্ত নেবেন—এটা কোনোভাবেই সঠিক নয়।'
তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। আমরা সেই লক্ষ্যে সহযোগিতা করতে প্রস্তুত, তবে কোনো পক্ষপাতদুষ্ট ভূমিকা মেনে নেব না।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে