তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু
তারেক রহমানের নেতৃত্বেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, এ বিষয়ে প্রস্তুতিও চলছে।
শনিবার (৬ ডিসেম্বর) বনানীর এক হোটেলে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, 'তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। নির্বাচনে তিনিই নেতৃত্ব দেবেন। আর ডা. জুবাইদা রাজনীতিতে আসবেন কি না—এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।' তিনি জানান, জোটের প্রার্থীও শিগগিরই ঘোষণা দেওয়া হবে।
এদিকে, এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া আবারও পিছিয়েছে। তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, লন্ডন যাওয়ার তারিখ আপাতত নির্দিষ্ট করা যাচ্ছে না, এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যেকোনো দিন নেওয়া হতে পারে।
বিএনপির চিকিৎসক দল জানায়, গত কয়েক দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় ধরনের পরিবর্তন নেই। ফ্লাই করার উপযোগিতা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির আরেক সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচি ৬ ডিসেম্বর থেকে পরিবর্তন করে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে, যা ১০ ডিসেম্বর বাংলাদেশ ছাড়তে পারে।
এর আগে কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত দিনে এয়ার অ্যাম্বুলেন্স না আসায় তার লন্ডন যাত্রা স্থগিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, বিমান কখন ছাড়বে, তা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ হৃদ্রোগ, ফুসফুস, কিডনি, চোখের নানা জটিলতা ও ডায়াবেটিসে ভুগছেন। গত ২৩ নভেম্বর ভর্তি হওয়ার পর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক পরিস্থিতি জটিল হওয়ায় দেশীয় চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞরাও চিকিৎসায় যুক্ত হয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে