Views Bangladesh Logo

নির্বাচনের রোডম্যাপ জাতির প্রত্যাশা পূরণ করেছে: সালাহউদ্দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, রোডম্যাপটি দেশের জনগণের প্রত্যাশা পূরণ করেছে। এটি সময়োপযোগী পদক্ষেপ এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান। এর আগে, দুপুর সাড়ে ১২ টার দিকে আসন্ন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন।

সালাহউদ্দিন বলেন, যথাযথ সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও একই ধরনের নির্দেশনা ছিল। আমাদের প্রত্যাশা, জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ এখন ভোটমুখী হচ্ছে। পুরো জাতি ভোটের দিকে এগোচ্ছে। নির্বাচন হলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। এখন রাজনীতির সময় শেষ, জাতি গঠনের সময় এসেছে।

তিনি আরও বলেন, জনগণ জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের পর দেশের অর্থনীতি ও দক্ষতা উন্নয়নই সবচেয়ে বড় লক্ষ্য। বিএনপির প্রস্তুতি রয়েছে আগামী ১৮ মাসে এক কোটি মানুষকে চাকরি দেয়ার জন্য। তবে এ কাজে সব অংশীজনের সম্পূর্ণ প্রস্তুতি থাকতে হবে।

নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে। এর মধ্যে সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন বিষয়ক চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করার পরিকল্পনা রয়েছে।

রোডম্যাপ অনুযায়ী, নির্বাচনী আসনের চূড়ান্ত সীমানা ঘোষণা হবে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে। এছাড়া সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে নির্বাচনী অংশীজনদের সঙ্গে সংলাপ, যা অন্তত দেড় মাস চলার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ