Views Bangladesh Logo

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে বিএনপির ওয়াকআউট

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম দিনের সংলাপ থেকে ওয়াকআউট করেছে বিএনপি। আলোচনার গতিপথ ও ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে এই সিদ্ধান্ত নেন দলটির নেতারা।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের শুরুতেই কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, এদিনের আলোচনায় অমীমাংসিত বিষয়গুলোতে গুরুত্ব দেয়া হবে। তিনি উল্লেখ করেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও পূর্ণাঙ্গ ঐকমত্যে পৌঁছাতে আরও কাজ প্রয়োজন।

ড. রিয়াজ আরও বলেন, ‘কমিশনের প্রাথমিক প্রস্তাবগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য স্থাপনে বহুবার সংশোধন করা হয়েছে। আমরা ১২টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি এবং বাকি বিষয়গুলো সমাধানের চেষ্টা চলছে’।

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য, ঐতিহাসিক দলিল তৈরি করা, যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নির্দেশ এবং অতীতের অস্থিরতায় ফিরে না যাওয়া নিশ্চিত করব ‘।

২৩ জুলাই সংলাপ থেকে প্রতীকীভাবে ১০ মিনিটের জন্য ওয়াকআউট করে সিপিবি, বাংলাদেশ জাসদ ও বাসদ। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর ছাত্র ও অভিভাবকদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে এই পদক্ষেপ নেয়া হয়।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই প্রতিবাদের সূচনা করেন। তার এই প্রতিবাদে সমর্থন জানান বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সর্বদলীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে। তবে সাম্প্রতিক ওয়াকআউটগুলো রাজনৈতিক সংলাপে চলমান উত্তেজনা ও মতবিরোধের ইঙ্গিত দেয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ