ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি: ফখরুল
ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, সেগুলো শক্তিশালী করবে বিএনপি। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এসময় সম্মেলন থেকে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সেই রাজনৈতিক দল, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছেন। কিন্তু আজ দেশে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা সবকিছু তছনছ করে দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এগুলোকে পুনর্গঠন এবং গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার জন্য বিএনপি নতুন করে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে।
সাত বছর আট মাস পর দলীয় সম্মেলন হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির। এ সম্মেলন ঘিরে সকাল থেকে উৎসবমুখর ঠাকুরগাঁও জেলার নেতাকর্মীরা। পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভার ৮০৮ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলার নেতৃত্ব নির্বাচন করবেন।
ফখরুল বলেন, আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নতুন নেতৃত্বের সূচনা হবে। এমন নেতৃত্ব গড়ে উঠবে, যারা একদিকে জনগণকে নতুন পথ দেখাবে এবং অন্যদিকে একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁও প্রতিষ্ঠিত করবে।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে তিনি সকলের সফলতা কামনা করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে