Views Bangladesh Logo

অন্যায়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি অবৈধ, সহিংস বা অনৈতিক কার্যকলাপে জড়িত হয় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (৪ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দলের নামে কেউ যদি অন্যায়, অবৈধ, সহিংস বা ক্ষতিকর কিছু করে তাকে ছাড় দেয়া হবে না।’

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। তিনি বলেন, ‘এই দেশকে সন্ত্রাসীদের হাতে তুলে দেয়া যাবে না। যারা দলের নাম ব্যবহার করে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করছে, তাদের আগে ছাড় দেয়া হয়নি, ভবিষ্যতেও ছাড় দেয়া হবে না।’

তিনি জানান, ইতোমধ্যে দলের বিভিন্ন অঙ্গসংগঠন থেকে ৪ হাজার থেকে ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে যারা অপরাধ বা অসৎ কাজে জড়িত ছিল। তিনি বলেন, ‘আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি, তখনই ব্যবস্থা নিয়েছি।’

রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সহিংসতার বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতার’ নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্ট থেকে আমরা এই ধরনের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছি।’

আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই কেবল দেখাতে পারবে বিএনপির আসল জনসমর্থন কতটুকু।’ এরপর তিনি নিরপেক্ষ ও সময়মতো নির্বাচনের দাবিও জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ