Views Bangladesh Logo

নির্বাচন ছাড়া আর কিছুতেই বিশ্বাস করে না বিএনপি: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সত্ত্বেও তাদের দল নির্বাচন ছাড়া আর কিছুতেই বিশ্বাস করে না। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’ রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে এবং গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত করতে সাহায্য করবে বলেও আশাবাদী তিনি।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনি ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। গোটা জাতি মনে করে, অতি দ্রুত নির্বাচনই এখন একমাত্র পথ, যা দিয়ে আমরা রাজনৈতিক সংকটের উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাব’।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মত বিষয়গুলো পরবর্তী নির্বাচিত সংসদের বাস্তবায়ন করা উচিত। এটিই একমাত্র সাংবিধানিকভাবে বৈধ প্রক্রিয়া’।  ‘বিএনপি প্রধান উপদেষ্টার মতামতের সাথে একমত’- বলেন তিনি।

জুলাই গণআন্দোলনের প্রথম বার্ষিকীতে মঙ্গলবার (৫ আগস্ট) ২৮ দফার জুলাই ঘোষণাপত্রটি পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। এতে গত বছরের ছাত্রজনতার গণআন্দোলনের যথাযথ রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দাবি এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারকে সংস্কারকৃত সংবিধানের তপশিলে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ