Views Bangladesh Logo

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে জয়ী হবে: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জয়ী হবে ।

বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে তারেক রহমানকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে ‘ফ্যাসিস্ট শক্তির বিদায়’ ঘটেছে। সেই নেতৃত্বে কঠিন পথ অতিক্রম করে বিএনপি সামনে এগোচ্ছে এবং ২০২৬ সালেও বিজয় অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৭ বছর দূরে থেকেও তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে এসে তিনি আবারও গণতন্ত্রের পথে সবাইকে ঐক্যবদ্ধ করছেন—যা তাদের জন্য বড় আনন্দের বিষয়।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে আগামী নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। পরে পূর্বাচলের গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।

তার আগে বুধবার রাত সোয়া ১২টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি লন্ডনের বাসা থেকে বিমানবন্দরে পৌঁছান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ