Views Bangladesh Logo

জুলাই অভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে বিএনপির বিজয় সমাবেশ ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগের পতন ও ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে বিএনপি মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সব উপজেলা ও থানায় এবং বুধবার (৬ আগস্ট) সব জেলা ও মহানগরীতে বিজয় সমাবেশের আয়োজন করেছে।

সোমবার (৪ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের প্রতিটি থানা/উপজেলায় এবং বুধবার (৬ আগস্ট) প্রতিটি জেলা ও মহানগরীতে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকায় কেন্দ্রীয় বিজয় সমাবেশ বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী।

তিনি ঢাকাবাসীসহ বিএনপি নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব সদস্যকে সময়মতো সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।

এর আগে গত ২৬ জুন বিএনপি ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান: শোক ও বিজয় পালন’ শীর্ষক ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ