ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং এজন্য বিএনপি সহযোগিতা করবে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, ‘বারবার ধ্বংসের চেষ্টা হলেও বিএনপি বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের কারণে নতুনভাবে জেগে উঠেছে। দিনটি শুধু বিএনপির জন্য নয়, পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর করেছিলেন জিয়াউর রহমান।’
তিনি বলেন, ‘বিএনপির মূল দর্শন হলো বাংলাদেশী জাতীয়তাবাদ, যা দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছে। বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে ধ্বংস করার, তবে ফিনিক্স পাখির মতো দলটি পুনরায় শক্তিশালী হয়েছে। ছাত্র ও জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে দেশ।’
তিনি আরও বলেন, ‘বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করবে দলটি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে