ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি: সালাহউদ্দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর জোট গঠন করতে চান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। এ ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়, সে বার্তাও দিতে চায় দলটি।
আগামী নির্বাচনকে সামনে রেখে সারা দেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য জানান, দল ও মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই এ বৈঠক চলছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, তরুণ যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কর্মসূচি প্রণয়ন করা হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে