দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাবে বিএনপি, এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা বিষয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের বরাতে জানা গেছে, দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত রাত থেকে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশের উপস্থিতি রয়েছে। শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের হাসপাতালের ভেতরে চলাচল করতে দেওয়া হচ্ছে; সাধারণ দর্শক ও ভিড় প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, রোগী ও পরিবারের সদস্যদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে সোমবার গভীর রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে মেডিকেল টিমের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে তিনি হাসপাতাল থেকে বের হয়ে তার স্বাস্থ্য বিষয়ে কোনো মন্তব্য করেননি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে