Views Bangladesh Logo

বিএনপির উচিত ছিল আগেই সংস্কার কমিশন বর্জন করা: আব্দুল্লাহ তাহের

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার কমিশনের প্রস্তাবগুলো না মানে বা না চায়, তাহলে তাদের উচিত ছিল শুরু থেকেই কমিশনটি বর্জন করা।

শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লা সেন্ট্রাল হাসপাতালে নিজের নির্বাচনী এলাকার ভোটকেন্দ্র পরিচালকদের সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, 'বিএনপি যদি সংস্কার না মানে, তাহলে শুরুতেই বলা উচিত ছিল— আমরা এই কমিশনে অংশ নেব না। কিন্তু এতগুলো বৈঠকে অংশ নেওয়ার পর এখন এসে বিরোধিতা করা দায়িত্বহীনতার পরিচায়ক।'

তিনি অভিযোগ করেন, বিএনপির এই অবস্থান রাজনৈতিক দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ এবং নতুন করে সংকট সৃষ্টির প্রচেষ্টা। তার মতে, এ পদক্ষেপ আগামী ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে জনগণের মধ্যে অযথা সন্দেহ তৈরির অপচেষ্টা।


নির্বাচন না হলে তা দেশের জন্য বিপজ্জনক হবে বলে সতর্ক করেন তিনি। 'যদি নির্বাচন না হয়, তাহলে যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, তারাই সুযোগ নেবে,' বলেন ডা. তাহের। তিনি আরও দাবি করেন, 'বিএনপি মনে হয় সংস্কারবিহীন অতীতের সেই বাংলাদেশে ফিরতে চায়। তবে জনগণ বাংলাদেশকে আবারও অস্থিতিশীলতার দিকে যেতে দেবে না।'

সরকারের অবস্থান সম্পর্কে তিনি বলেন, 'সরকার যদি তার সিদ্ধান্ত থেকে সরে যায়, তাহলে সেটি নিরপেক্ষতার ঘাটতি হিসেবে দেখা হবে।' তিনি আশঙ্কা প্রকাশ করেন, সরকার যদি কোনো দলের প্রতি পক্ষপাত দেখায়, তাহলে তার অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হবে।

ডা. তাহের আরও জানান, সংশোধিত আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন ও সরকার যৌথভাবে অনুমোদিত সিদ্ধান্তে পৌঁছেছে— কোনো দল এককভাবে বা জোটগতভাবে নির্বাচনে অংশ নিলে তাদের নিজস্ব প্রতীকেই অংশ নিতে হবে। তিনি বলেন, এই সিদ্ধান্তকে জামায়াতসহ অনেক দল স্বাগত জানিয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, 'উপদেষ্টা পরিষদে বিষয়টি অনুমোদনের পর এখন বিএনপি বলছে, তারা এটা মানে না। তাহলে তারা সরকারের ওপর চাপ দিচ্ছে এবং কার্যত আরপিওকেও অস্বীকার করছে।'

সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহানসহ অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ